chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে এসবিএম ইটভাটা উচ্ছেদ 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রদত্ত লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, বন বিভাগের ছাড়পত্র ও বিএসটিআইয়ের মানপত্র কিছুই নেই তবুও কৃষি জমি ও পাহাড় থেকে মাটি নিয়ে উৎপাদিত হয়ে আসছে ইট

আজ বুধবার (২৪ মার্চ) অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযানে গিয়ে চন্দনাইশ উপজেলার রওশনহাটের উত্তর পার্শ্বে আজমবাড়ি সড়কে অবস্থিত শাহ সুফি ব্রিকস ম্যানুফাকচার্স (এসবিএম) ইটভাটায় এ ধরনের নানা অনিয়ম অভিযোগ ধরা পড়ে। পরে ইটভাটাটি উচ্ছেদ করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

হাইকোর্টের নির্দেশনা মোতাবেক অবৈধ ইটভাটা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী চন্দনাইশ উপজেলায় অধিকাংশ ইটভাটা অবৈধ। পর্যায়ক্রমে সবগুলো ইটভাটা উচ্ছেদ করা হবে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর