chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা টিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার কয়েক মাস পর এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট।

মঙ্গলবার৫ (২৩ মার্চ) এ টিকা নেওয়ার কথা রয়েছে তার।

গোটা রাশিয়ায় করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু হলেও পুতিন তা না নেওয়াতে তার সমালোচনা করছেন বিরোধীরা। তাদের দাবি, এতে করে ভ্যাকসিন নিয়ে মানুষের মনে জাগা সংশয় আরও বাড়ছে। খবর রয়টার্সের।

দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ৪.৩ শতাংশ ভ্যাকসিন নিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন প্রয়োগের হারের চেয়ে তা অনেক কম।

সোমবার (২২ মার্চ)  সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, মঙ্গলবার তিনি ভ্যাকসিন নেবেন। তবে করোনার কোন ভ্যাকসিন নেবেন তা জানাননি। রাশিয়ায় তিনটি ভ্যাকসিন প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

রাশিয়ায় ইতোমধ্যে ৬৩ লাখ মানুষ টিকা নিয়েছেন এক ডোজ করে। দুই ডোজ দিয়েছেন ৪৩ লাখ মানুষ।

ইনি/চখ

এই বিভাগের আরও খবর