chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চার পেসার খেলাবে বাংলাদেশ!

খেলা ডেস্ক: পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে খেলতে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ? পেসার কতজন খেলবে?

তামিম জানালেন, তিনজন পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। সঙ্গে একজন পেস অলরাউন্ডারও থাকবে। বোঝাই যাচ্ছে, তিন স্পেশালিস্ট পেসারের সঙ্গে একজন পেস অলরাউন্ডারটা কে, সাইফউদ্দিন। তবে তামিম চান, স্পেশালিস্ট বোলার ৫জন নিয়ে মাঠে নামতে। তাহলেই আসবে কাঙ্খিত সাফল্য।

তামিম বলেন, ‘টিম কম্বিনেশন- আমি যেটা বললাম, অবশ্যই অন্তত তিনজন পেসার নিয়ে নামবো বলতে পারি। সাথে অলরাউন্ডার থাকবে। আমি অধিনায়ক হিসেবে আমি অবশ্যই চাই পাঁচজন বোলার নিয়ে নামতে।’

‘কারণ নিউজিল্যান্ডের কন্ডিশনে আপনি যদি চারজন বোলার নিয়ে খেলেন অনেক সময় এটা কঠিন হতে পারে। এখানে মাঠগুলো একটু ছোট হয়, হাই স্কোরিং গেম হয়। আমার কাছে মনে হয় পাঁচজন প্রোপার বোলার নিয়ে নামা উচিত। আর আমরা সেটাই করতে যাচ্ছি।’

অর্থ্যাৎ, ৫ বোলার নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সে ক্ষেত্রে তিন স্পেশালিস্ট পেসার মোস্তাফিজ, রুবেলের সঙ্গে তাসকিন না অন্য কেউ- সেটাই দেখার বিষয়। এছাড়া সাইফউদ্দিন এবং আরেকজন বোলার কাকে দলে নেয়া হয় তা জানা যাবে হয়তো কাল কিংবা ম্যাচের আগ মুহূর্তে।

অধিনায়কত্ব পাওয়ার পর এই প্রথম দেশের বাইরে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তামিম। বিষয়টা নিয়ে তার মনোভাব জানতে চাইলে তামিম বলেন, ‘নিউজিল্যান্ডের সবসময়ই আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়। আমি তো এখন ক্যাপ্টেন। এখন আমি তো আর পিক এন্ড চুজ করতে পারব না যে আমি কই কই ক্যাপ্টেন্সি করব, দেশে বা দেশের বাইরে। কিন্তু এখন থেকে যেটাই আসবে সেটা মেনে নিয়ে অ্যাজ আ টিম বা নিজস্ব যতটুকু পারফর্ম করতে পারি সবাই এটাই আমাদের লক্ষ্য।’

অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্যের কথা জানিয়ে তামিম বলেন, ‘যেহেতু এখানে (নিউজিল্যান্ডে আগের সফরগুলোতে) আমরা ভালো কিছু করতে পারিনি, তো এখন ভালো কিছু করার সুযোগ আছে। আমরা যদি সিরিজ জিততে পারি তাহলে সেটা অসাধারণ একটি অর্জন হবে।’

‘আমাদের মধ্যে সেই জিনিসটা রয়েছে যে আমাদের ভালো করতে হবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যখন আমি প্রত্যেকটা প্লেয়ারদের সাথে কথা বলি আমি দেখি তারা খুব পজিটিভ। এটা খুবই ভালো। আমি যেটা বললাম এটা কাজ করতে পারে, আবার নাও পারে। তবে আমি যা বলেছি এখন আমরা খুবই আত্মবিশ্বাসী।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর