chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে মুরগীর দাম কমছেই না

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে ব্রয়লার মুরগীসহ সব জাতের মুরগীর দাম বেড়েছে। এ সপ্তাহে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকা কেজি দরে। একই সঙ্গে বেড়েছে শাকসবজির দামও। তবে পেঁয়াজ ও আলুর দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল ও সয়াবিন তেলের দাম। চালের দাম সর্বোচ্চ কেজি প্রতি ৭০ টাকা। সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৩০ টাকা। তবে অপরিবর্তিত রয়েছে মাছ-মাংসের দাম।

নগরীর রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ী মোক্তার হোসেন জানান, গত সপ্তাহের চেয়ে ফার্মের মুরগীর দাম আরো বেড়েছে। ফার্মের মুরগি এখন বিক্রি হচ্ছে ১৫৫ টাকা কেজি দরে। এছাড়া সোনালি ২৩০ টাকা, লেয়ার ২২০ টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে।

এই বাজারের গরুর মাংসের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, গরুর মাংস হাড়সহ ৫২০ টাকা ও হাড়ছাড়া ৬৮০ টাকা কেজি। খাসির মাংস ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মুদি দোকানীরা জানান, দেশি পেঁয়াজ ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সয়াবিন তেল ও চালের দাম এখনও কমেনি। বিভিন্ন ব্র্যান্ডের এক লিটার পলি সয়াবিন তেল বিক্রি হচ্ছে এখন ১২৫ টাকায়। খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩০ টাকা লিটার। এছাড়া আতপ চাল ৫৮ টাকা থেকে ৭০ টাকা কেজি, সিদ্ধ চাল ৬০ টাকা থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মসুর ডাল ১১০ টাকা কেজি, মুগডাল ১৪০ টাকা কেজি, চিনি ৬৫ টাকা কেজি, ময়দা খোলা ৩৬ টাকা কেজি, আটা ৩২ টাকা কেজি, লবণ ৩০ টাকা কেজি, আদা ৮০ টাকা কেজি, রসুন ১২০ টাকা কেজি ও হাটহাজারী শুকনা মরিচ ৩২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ ব্যবসায়ী আমির হোসেন জানান, শিং ৩৫০ টাকা কেজি, শোল ৪৫০ টাকা কেজি, বাই্লা ২৫০ টাকা কেজি, বড় পোয়া ৩৫০ টাকা কেজি, ছোট পোয়া ২২০ টাকা কেজি, তেলাপিয়া ১৪০ টাকা কেজি, পাবদা ৩৫০ টাকা কেজি, রুই ২৮০ টাকা কেজি, কাতলা ৩০০ টাকা কেজি, বড় কোরাল ৪৫০ টাকা কেজি, গলদা চিংডি বড় ৬৫০ টাকা ও ছোট ৫০০ কেজি, লইট্টা ১২০ টাকা কেজি ও পাংগাস ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে সবজি ব্যবসায়ী নুরুল কাদের জানান, শিমের বিচি ৮০ টাকা, বরবটি ৬০ টাকা, বেগুন ২০ টাকা, শসা ৫০ টাকা, সিম ৪০ টাকা, পটল ৪০ টাকা, শাল গম ৩০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা, গাজর ৪০ টাকা, টমেটো ১৫ টাকা কেজি, নতুন আলু ২০ টাকা কেজি, চাল কুমডা ৩৫ টাকা কেজি, বাঁধা কপি ১৫ টাকা কেজি, ফুলকপি ২০ টাকা কেজি, তিতা করলা ৪০ টাকা কেজি, মুলা ২০ টাকা কেজি, লতি ৫০ টাকা কেজি, ঝিঙা ৫০ টাকা কেজি, লাউ ৩০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর