chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা নিয়ে ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কৌশল নির্ধারণের জন্য রোববার ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে নেতারা এই কনফারেন্সে বসাতে রাজি হয়েছেন।

সূত্র জানা যায় , রোববার বিকেলে ৫টায় ভিডিও কনফারেন্স হতে পারে।

দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার জন্য শুক্রবার টুইটারে ভিডিও কনফারেন্সের জন্য সার্ক নেতাদের আহ্বান জানিয়েছেন মোদী।

তিনি টুইটারে লেখেন, করোনা ভাইরাস ঠেকাতে আমি সার্ক দেশগুলোর নেতাদের একটি শক্তিশালী কৌশল গ্রহণের প্রস্তাব করছি। আমাদের জনগণকে সুস্থ রাখার স্বার্থে আমরা এ নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। সুস্থ পৃথিবীর জন্য সম্মিলিতভাবে আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পারি।

মোদীর আহ্বানের পরপরই বাংলাদেশ এতে সম্মতি জানায়। এরপর সার্কের অন্যান্য দেশের সঙ্গে পাকিস্তানও রাজি হয়।

শনিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। মারা গেছেন ৫,৬১৭ জন। এর মধ্যে চীনে মারা গেছেন ৩১৮৯ জন, ইতালিতে ১২৬৬ জন ও ইরানে ৬১১ জন। বাকিগুলো অন্যান্য দেশে।

 

এই বিভাগের আরও খবর