chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হোটেল থেকে উদ্ধার ৭ বারের এমপির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ের একটি হোটেল থেকে ৭ বারের সংসদ সদস্য মোহান দেলকারের (৫৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে তার মরদেহটি উদ্ধার করে মুম্বাই পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, মোহান দেলকার আত্মহত্যা করেছেন। হোটেল কক্ষে তার মরদেহের পাশে কয়েক পাতার চিরকুট পাওয়া গেছে। চিরকুটে কয়েকজনের নাম উল্লেখ আছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি মুম্বাই পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, স্বতন্ত্র সাংসদ মোহান দেলকার দাদরা ও নগর হাবেলি এলাকা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি কংগ্রেস ও বিজেপির হয়েও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

১৯৮৯ থেকে ২০০৯ সালের মধ্যে পর পর ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মোহান দেলকার। বর্তমানের স্বতন্ত্র সংসদ সদস্য মোহান দাদরা ও নগর হাবেলি এলাকা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। এর আগে ১৯৮৯ সালে প্রথম দাদরা ও নগর হাবেলিতে কংগ্রেস থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। এরপর কংগ্রেস থেকেই ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে লোকসভায় যান তিনি। ১৯৯৮ সালের নির্বাচনে বিজেপি থেকে সংসদ সদস্য হন দেলকার। পরে তিনি আবার কংগ্রেসে ফিরে আসেন।

তবে ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনে পরাজিত হন দেলকার। পরে ১৭তম লোকসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন মোহান দেলকার।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর