chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হযরত আলীর (রা:) খেলাফত আমলীয় কোরআন মাইজভান্ডারে উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক : হযরত আলী (র.) এর খেলাফত আমলে (৬৬১ খ্রিষ্টাব্দ) তাঁর কাছে সাহাবাগণ অর্পিত পবিত্র কোরআন শরীফের অনুমোদিত প্রতিলিপি চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবারের রহমান মঞ্জিলে সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর হুজারা শরিফে সর্ব সাধারণের জন্য উন্মোচন করা হয়েছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জুমার নামাজের আগে সৈয়দ শফিউল বশর (ক.) মাইজভান্ডারির খোজরোজ শরীফ উপলক্ষে পবিত্র এ প্রাচীনতম কোরআন শরীফ উন্মোচন করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন’র চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য দরবারের আওলাদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সায়েদুল আরেফিন, সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারি, সৈয়দ আমিনুল বশর মাইজভান্ডারি, সৈয়দ শাহাদাত বশর মাইজভান্ডারি, সৈয়দ মাহতাবুল বশর মাইজভান্ডারি, বিটিএফ এর যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারি, সৈয়দ আফতাবুল বশর মাইজভান্ডারি, সৈয়দ নজরুল হুদা মাইজভান্ডারি, সৈয়দ নাজিম উদ্দিন মাইজভান্ডারি, সৈয়দ মিফতাহুন-নুর মাইজভান্ডারি, সৈয়দ নাফিজুর রহমান মাইজভান্ডারি, সৈয়দ তৌহিদুল বশর মাইজভান্ডারিসহ দরবারের আওলাদগণ।

জানা গেছে, ২০২০ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দুরাইস্বামী মাইজভান্ডার দরবার শরীফ পরিদর্শন করেন। এসময় তিনি সাড়ে ১৩ শত বছরের প্রাচীন কোরআন শরীফ এর কপি মাইজভান্ডারে সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি হাতে বন্ধুত্ব স্বরূপ উপহার হিসেবে প্রদান করেন। পবিত্র কোরআনের ওই প্রাচীনতম মূল পান্ডুলিপি ভারতের রংপুরে অবস্থিত প্রাচীন ও অনন্য চর্চার কেন্দ্রবিন্দু রেজা গ্রন্থাগারে সংরক্ষিত আছে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর