chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে তিন প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক : অবৈধ পলিথিন তৈরী, ইটিপিবিহীন কারখানা পরিচালনা এবং পরিবেশ ছাড়পত্র ও অনুমোদন না থাকায় চট্টগ্রামে ৩টি প্রতিষ্ঠান সিলগালা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বায়েজিদ থানা এলাকায় পরিচালিত অভিযানের নের্তৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী।

এসময় অবৈধ পলিথিন তৈরীর দায়ে সামিয়া কর্পোরেশন এবং ইটিপি না থাকায় পপুলার ওয়াশলাইন ও ডিউড্রপ নামে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়।

এ ছাড়া প্রতিষ্ঠানগুলোর একটিরও পরিবেশ ছাড়পত্র ও অনুমোদন নেই বলেও জানায় পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করা হয়েছে জানিয়ে এমন অভিযান চলমান থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরী।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর