chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

১৮ ফেব্রুয়ারি ভ্যাকসিন দেয়া হবে ক্রিকেটারদের

খেলা ডেস্ক: সারাদেশে শুরু হয়েছে ভ্যাকসিন কার্যক্রম। ক্রিকেটাররা কবে ভ্যাকসিন নেবেন তা নিয়েও জল্পনার শেষ ভক্তদের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাবার কথা টাইগারদের। জানা গেছে, তার আগেই হবে ক্রিকেটারদের ভ্যাকসিনেশন।

কিন্তু কারা নেবেন ভ্যাকসিন? এখনও যে দলই ঘোষণা হয়নি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গতকাল (সোমবার) জানিয়েছেন, দুই-একদিনের মধ্যে নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করা হবে।

এদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল নিজে ভ্যাকসিন নেয়ার সময় জানিয়েছেন, তারা বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের বিশেষ ব্যবস্থায় ভ্যাকসিন দেবেন। তবে কাউকে জোরাজুরি করা হবে না। মানে বোর্ডের পক্ষ থেকে কোন চাপ থাকবে না।

তবে পাপন জানিয়েছেন, নিউজিল্যান্ড সফরে যারা যাবে, তাদের প্রায় অর্ধেক এরই মধ্যে ভ্যাকসিন নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। নিশ্চয়ই আজ সে আগ্রহীদের সংখ্যা আরও বেড়েছে।

এদিকে বোর্ডের পক্ষ থেকে আবারও জানিয়ে দেয়া হয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) নিউজিল্যান্ডগামী জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিন দেয়া হবে। একই দিন থেকে সব ক্রিকেটারের ভ্যাকসিন দেয়ার কাজ শুরু হলেও কেবলমাত্র যারা নিউজিল্যান্ড সফরে যাবেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন নিতে পারবেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর