chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে দেড়লক্ষ টাকা চুরি

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ের তিনটি আলমারি ভেঙ্গে এক লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে চুরির ঘটনাটি ঘটে। আজ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা।

তিনি বলেন, আমরা কিছু সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এদিকে এ ঘটনায় মামলা করা হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ। তিনি বলেন,মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। আপাতত একজনকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে সোপর্দ করেছি।

নাজিরসহ অনেকের সাথে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতের যে কোন সময় সংঘবদ্ধ চোরের কেউ একজন প্রথমে কার্যালয়ের পেছনের একটি ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করে।

পরে কার্যালয়ের দরজা খুলে বাকীরা প্রবেশ করে। নাজির ও অফিস সহায়কদের তিনটি আলমারির তালা, লক ও ড্রয়ারের তালা ভেঁঙ্গে নগদ টাকা নিয়ে যায়। তবে আলমিরায় থাকা দামি লেপটপসহ অন্যান্য কাগজপত্র যথাস্থানেই ছিল বলে তারা জানিয়েছে।

এর আগে ওইদিন রাত সাড়ে নয়টার দিকে নাজির একরামুল হক সিকদার, অফিস সহায়ক বোরহান উদ্দিন ও মো. হাছান কাজ শেষ করে কার্যালয়ে তালা লাগিয়ে বাড়ি ফেরেন। এ সময় নৈশ প্রহরী মিরাজ চাকমাও উপস্থিত ছিলেন।

বুধবার সকালে কার্যালয়ে গিয়ে দেখেন আলমিরা ভেঁঙ্গে নাজিরের আলমিরায় নামজারী মামলার ৫৭ হাজার ৬৫০ ও অফিস সহায়কের আলমিরায় নামজারী মামলা ও ঝাড়ুদারদের বেতন বাবদ ৮৭ হাজার ৩৫০ টাকাসহ মোট ১ লক্ষ ৪৫ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে।

নাজির প্রতিবেদককে বলেন, অফিস শেষ করে বাড়ি ফেরার সময় নৈশ প্রহরী উপস্থিত থাকলেও পরে দায়িত্ব পালন না করে অফিসের কাউকে না বলে বাসায় চলে যান।

জানতে চাইলে নৈশ প্রহরী মিরাজ চাকমা বলেন, আমি মঙ্গলবার রাত ১০ টার দিকে বাসায় চলে যাই। সকাল সাড়ে আটটার দিকে অফিস খুলেই দেখি আলমিরার তালা ভাঙ্গা। পেছনের দরজা বাহির থেকে লক করা ছিল।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর