chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ধর্ম প্রতিমন্ত্রীর সাথে মুক্তিযোদ্ধা কমান্ডারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এ মতবিনিময় করেন মোজাফফর আহমদ।

মতবিনিময়ের শুরুতে প্রতিমন্ত্রীর হাতে মহান মুক্তিযুদ্ধের বই তুলে দেয়া হয়। পরে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি বছর প্রত্যেক জেলা থেকে কমপক্ষে দু’জন বীর মুক্তিযোদ্ধাকে বিনা খরচে হজ্বে প্রেরণের জন্য কমান্ডার মোজাফফর আহমদ প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান। এসময় প্রতিমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান।

মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম পিএইচডি, অতিরিক্ত সচিব মোঃ আঃ হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফারুক আহম্মেদ (যুগ্ম সচিব), মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইসলামিক ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মোঃ আবু আহসান, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদিউল আলম, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, ওয়াকফ্ মোতোয়াল্লী মোহাম্মদ ফজল হক, বীর মুক্তিযোদ্ধার সন্তান সুরজিৎ দত্ত সৈকত প্রমুখ।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর