chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রুশ টিকা নিষিদ্ধ করলো ইউক্রেন

ডেস্ক নিউজ: কিয়েভ, ৩০ জানুয়ারি – ইউক্রেন সরকার এখনও কোনও করোনাভাইরাসের টিকা প্রয়োগের অনুমতি দেয়নি। তবে দেশটি রাশিয়ায় উৎপাদিত যে কোনও টিকা প্রয়োগ নিষিদ্ধ করেছে।

করোনাভাইরাসের নিরাপদ টিকা উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। তবে রাশিয়ার ভ্যাকসিন অনুমোদনের ঘোষণার পরই এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ।

ইউক্রেনীয় স্বাস্থ্যমন্ত্রী মাকসিম স্টেপানভ বলেন, একটি রাজনৈতিক শক্তি রুশ ভ্যাকসিন নিবন্ধনের পক্ষে কথা বলছে। আপনারা যতদিন ইচ্ছে চালিয়ে যান, কিন্তু কেউই রাশিয়ার ভ্যাকসিন নিবন্ধন করবে না।

রাশিয়াপন্থী বিরোধী রাজনীতিক ভিক্টর মেদভেদেচুক সমর্থিত ইউক্রেনের ওষুধ কোম্পানি গত মাসে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করেছিল। কর্তৃপক্ষে বলেছে, কিয়েভ রুশ ভ্যাকসিনের অনুমোদন বা ব্যবহার করবে না।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া আলাদা হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে দেশটির বিরোধপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর