chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সুদানে সংঘর্ষে ৪৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ সুদানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয়েছে। দারফুরে হওয়া সংঘর্ষটিতে এপর্যন্ত প্রায় দেড়শ’ জন হতাহত হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দেশটির সরকারি বার্তা সংস্থা সুনা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় চিকিৎসক ইউনিয়নের বরাতে সংস্থাটি জানিয়েছে, পশ্চিম দারফুরের রাজধানী আল জেনেইনায় শুরু হওয়া সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জন। এতে আরও ৯৭ জন আহত হয়েছেন। সহিংসতা এখনও চলছে।

জানা গেছে, রাজ্যটিতে স্থানীয় সময় শনিবার সকালে মাসালিত এবং আরব্য যাযাবর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার জেরে শুরু হওয়া সেই সহিংসতা ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করে। এতে যোগ দেয় সশস্ত্র মিলিশিয়ারাও। সহিংসতার মধ্যে বেশ কয়েকটি বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়া হয়।

জাতিসংঘের তথ্যমতে, এ অঞ্চলে ২০০৩ সালে শুরু হওয়া সহিংসতায় অন্তত তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন ২৫ লাখেরও বেশি।

টানা ১৩ বছর সুদানে জাতিগত সহিংসতা রোধে দায়িত্বপালনের পর গত ৩১ ডিসেম্বর নিজেদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে দারফুরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। পরের ছয় মাসের মধ্যেই সেখানকার আট হাজার কর্মকর্তাকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে তারা।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর