chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিএমপি উত্তর বিভাগকে ১৩ টি মোটর সাইকেল প্রদান

নিজস্ব প্রতিবেদক : পুলিশের সেবাকে আরো তরান্বিত করার লক্ষ্যে মোটর সাইকেল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১৩ জানুয়ারি) পাঁচলাইশ থানা প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মোটর সাইকেলগুলো হস্তান্তর করা হয়।

বাংলাদেশ পুলিশের যুগান্তকারী সেবা ৯৯৯ এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরাে গতিশীল এবং বেগবান করার লক্ষ্যে সিএমপি, উত্তর বিভাগ কর্তৃক ১৩ (তের) টি মোটর সাইকেল প্রদান করা হয়। ফলে সিএমপির উত্তর বিভাগ চট্টগ্রাম মানুষের দােরগোড়ায় সেবা প্রদানের জন্য অঙ্গীকারবদ্ধ হলাে। দ্রুততার সাথে সেবা প্রদান এবং ক্ষিপ্রতার সাথে অপরাধীকে মোকাবেলা করার জন্য নিজেদের শক্তিতে আরো বলিয়ান হবে বলে মনে করে সিএমপি।

মোটরসাইকেলগুলো উপ-পুলিশ কমিশনার(উত্তর)’র প্রচেষ্টায় এ কার্যক্রম গৃহীত ও বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহম্মদ তানভীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও আমেনা বেগম, (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) এস এম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএইচকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর