chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৯ টায় চবি বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

এসময় উপাচার্য বলেন, বিশ্ব নেতা বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির জন্য নয়; বিশ্বের নিপীড়িত-নির্যাতিত গণমানুষের মুক্তির পথ প্রদর্শক। তাই তিনি বিশ্ব নেতা শেখ মুজিব। যাঁর জন্ম না হলে বাঙালি জাতি কোনদিনই স্বাধীনতা অর্জন করতে পারতো না। এ মহাপুরুষের দীপ্ত কন্ঠের আহবানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে দেশকে হানাদার মুক্ত করেতে সক্ষম হয়েছিল।

দীর্ঘ নয়মাস স্বৈরাচার পাকিস্তান কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দীদশায় জীবন-মৃত্যুর মুখোমুখি থাকার পর স্বাধীনতাকামী বাঙালি এবং বিশ্ব নেতৃবৃন্দের চাপের মুখে কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ এর ১০ জানুয়ারি রাজনীতির এই মহাকবি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের পবিত্র মাটিতে পা রেখে বীর বাঙালির হাজার বছরের কাঙ্খিত বিজয়কে পূর্ণতা দান করেন।

সময় চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বঙ্গবন্ধু পরিষদ, চবি’র উদ্যোগে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর