chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চুয়েটের সাথে বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাথে ‘বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন সহযোগিতা’র লক্ষ্যে বাংলাদেশ এটমিক এনার্জি কমিশন এর একটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গতকাল সোমবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকার আগারগাঁও পরমাণু ভবনে উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে চুয়েটের পক্ষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং বাংলাদেশ এটমিক এনার্জি কমিশনের পক্ষে প্রকৌশল বিভাগের সদস্য ড. প্রকৌশলী মো. আবদুস সালাম স্বাক্ষর করেন।

এসময় চুয়েটের পক্ষে সাক্ষী হিসেবে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের আগামী পাঁচ বছর শিক্ষকম-লীসহ একাডেমিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাদের আন্তঃবিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম ও গবেষণা প্রকাশনা, ল্যাবরেটরি স্থাপন, যৌথভাবে সেমিনার, কনফারেন্স ও কর্মশালার আয়োজন এবং চুয়েট শিক্ষার্থীদের ল্যাব ও প্রশিক্ষণ কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর