chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়ি মাইজভান্ডারে ভারতীয় হাইকমিশনার

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ভারত-বাংলাদেশ পাশাপাশি দু’টি রাষ্ট্র। স্বাধীনতার ৪৯ বছরে এসে বাংলাদেশ অনেক দূরে এগিয়েছে। বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, বিশ্বের উন্নত দেশের কাতারে পৌঁছতে আর বেশি দেরি নেই।

গতকাল সোমবার ( ২১ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে পরিদর্শনে এসে স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন ।
তিনি আরো বলেন, বাংলাদেশ-ভারত ফটিকছড়ি সীমান্তে যে মৈত্রী সেতু হচ্ছে সেটি ঘিরে স্থলবন্দর গড়ে উঠবে । এ ক্ষেত্রে দু’দেশের বাণিজ্যিক গতি বৃদ্ধি পাবে। করোনা ভ্যাকসিন প্রদানে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়া হবে।

সভায় বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) চেয়ারম্যান, স্থানীয় সংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধে সময়সহ ভারত সবসময় আমাদের পাশে ছিল, ভবিষ্যৎও পাশে থাকার আহ্বান জানান।

বাংলাদেশ তরিকত ফেডারেশন এর যুগ্ম-মহাসচিব তৈয়বুল বশর মাইজভান্ডারির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি ভারতীয় হাই কমিশনার অনিন্দ ব্যানার্জি, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো.সায়েদুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারি সার্কেল) আব্দুল্লা আল মাসুম, জেলা মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু। মতবিনিময় শেষে দরবার শরীফে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এর আগে সোমবার বিকেল ৫টায় ভারতীয় হাইকমিশনার মাইজভান্ডার দরবার এসে পৌছঁলে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান, বাংলাদেশ তরিকত ফেডারেশন এর যুগ্ম-মহাসচিব, দরবারে আওলাদ আলহাজ্ব তৈয়বুল বশর মাইজভান্ডারি ও উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর