chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমিরের অবসরের জন্য দায়ী মিসবাহ-ওয়াকার!

খেলা ডেস্ক: কয়েকদিন আগে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। মূলত পিসিবির বর্তমান টিম ম্যানেজমেন্টের সাথে বিরোধের জেরেই মাত্র ২৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন আমির।

শ্রীলঙ্কার এলপিএল খেলার সময় একটি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মানসিক নির্যাতনের শিকার আমি। এই টিম ম্যানেজমেন্ট যতদিন থাকবে, ততদিন আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবো না।’

আমির ওই সময়ই জানিয়েছিলেন, খুব দ্রুত দেশে ফিরবেন এবং এসে এর পেছনের কারণ বিস্তারিত জানাবেন। অবশেষে দেশে ফিরে মোহাম্মদ আমির রীতিমত বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক বক্তব্যে মোহাম্মদ আমির অভিযোগ করে জানান, তার সমস্যা মূলতঃ মিসবাহ-উল হক এবং ওয়াকার ইউনুসের সঙ্গেই। এই দু’জন মিলে তার ইমেজ পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন।

আমির বলেন, ‘এই দুইজন ব্যক্তি নিয়মিত চেষ্টা করে যাচ্ছেন, স্লো পয়জনের মত অন্যদের কাছে বদনাম করে আমার ইমেজ ধ্বংস করার। তারা বলে বেড়ান যে, আমি টেস্ট ক্রিকেট না খেলে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চাই শুধু টাকার জন্য।’

‘তারা আমার সম্পর্কে একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে, যে আমার পেছনে অনেক ইনভেস্ট করেছে। এখন আমিই পাকিস্তানের হয়ে খেলতে চাচ্ছি না।’

আমির অভিযোগ করে লিখেন, ‘তারা ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে আমার ইমেজকে ধ্বংস করার জন্য। যেখান থেকে ঘুরে দাঁড়ানো খুব কঠিন।’

নিজের অবসর নেয়া নিয়ে আমির বলেন, ‘এটা ছিল আমার জন্য খুবই কঠিন একটি সিদ্ধান্ত (অবসরের)। কিন্তু একটা সময় আসে, যখন কেউ না কেউ আর চুপ থাকতে পারে না। আমি এই সিদ্ধান্ত নিয়ে শুধু সবাইকে এটাই জানাতে চেয়েছি যে, অন্তরলে আসলে কী ঘটে।’

তিনি বলেন, ‘অবশ্যই আমি খুব কষ্ট পেয়েছি যে, নিউজিল্যান্ড সফরে তারা আমাকে ৩৫ জনের দলেও রাখতে পারলো না। যদি আমি শুধুমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার দিকে মনযোগ দিতাম, তাহলে নিউজিল্যান্ড সফরের দলে না রাখার পর এতটা কষ্ট পেতাম না।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর