chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চোখে ময়লা ঢুকলে করণীয়

ডেস্ক নিউজ: অনেক সময় অসতর্কতাবশত চোখে ময়লা ঢোকে। চোখে ময়লা ঢুকলে করণীয় বিষয়ে আজকের আলোচনা।

করণীয়

> চোখের মাঝে পানির হালকা ঝাপটা দিতে থাকুন।

> বারবার চোখের পলক ফেলুন।

> আক্রান্ত চোখের পাতার পাপড়ির প্রান্তটি ধরে ওই পাতাটিকে উপরের দিকে ওঠান।

> এরপর চোখে ময়লা খুঁজে পেলে পরিচ্ছন্ন রুমালের কোণা দিয়ে সতর্কতার সঙ্গে হালকাভাবে বের করে আনুন।

> আক্রান্ত চোখের উপরের পাতাকে পাপড়ির প্রান্ত থেকে ধরে নিচের পাপড়ির উপর উঠিয়ে ছেড়ে দিন।

যা করবেন না

> কখনোই চোখ জোরে জোরে ডলবেন না বা ঘঁষবেন না।

> ময়লা হাত দিয়ে চোখ স্পর্শ করবেন না।

> প্রয়োজনে সাবান ও পানি ফিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন।

> বড় কোনো বস্তু বা চোখের মধ্যে গেঁথে থাকা কিছু নিজে বের করার চেষ্টা করবেন না।

শক্ত কিছুর সাহায্যে চোখ থেকে ময়লা বের করার চেষ্টা করবেন না।

নচ/চখ

এই বিভাগের আরও খবর