chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মর্ডানার ভ্যাকসিন ৯৪ শতাংশ কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক: মর্ডানার ভ্যাকসিন ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সংস্থাটি বলেছে, টিকায় সুনিদির্ষ্ট উদ্বেগের কিছু পাওয়া যায় নাই, এটি নিরাপদ ও কার্যকর।

এফডিএ বলেছে, জরুরি ব্যবহারের অনুমোদনে প্রতিবন্ধক হতে পারে এমন কোনো সুনিদির্ষ্ট উদ্বেগ চিহ্নিত হয়নি এবং সবমিলিয়ে কার্যকারি ৯৪ দশমিক ১ শতাংশ।

বৃহস্পতিবার মর্ডানার টিকা নিয়ে আলোচনায় বসবে এফডিএ’র টিকা প্যানেল। এর আগেই এ ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিলো এফডিএ।

গত সপ্তাহে গত সপ্তাহে ফাইজারের টিকার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। ফাইজার-বায়োএনটেকের ওই টিকার মতো মর্ডানার টিকা অতি শীতল ব্যবস্থায় রাখার প্রয়োজন নেই বলে জানিয়েছেন গবেষকরা।

মর্ডানার টিকার ট্রায়ালের অন্তর্বর্তী প্রতিদেনে বলা হয়েছে, ৩০ হাজার মানুষের ওপর ট্রায়াল পরিচালিত হয়েছে। উদ্বেগ দেখা দিতে পারে এমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর