chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ব্রাজিল দলে ফিরলেন নেইমার বাদ এলিসন

বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়া ও পেরুর দুটি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। চোট কাটিয়ে ফরোয়ার্ড নেইমার দলে ফিরলেও বাদ পড়লেন গোলকিপার এলিসন বেকার। আগামী ২৮ মার্চ ঘরের মাঠে বলিভিয়ার সঙ্গে খেলার পর ১ এপ্রিল সেলেসাওরা যাবে পেরুর মাঠে খেলতে।

চোটের কারণে গত নভেম্বরে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলতে না পারা পিএসজি ফরোয়ার্ডকে ফিরিয়েছেন কোচ তিতে। যদিও সাবেক বার্সেলোনা তারকার ফেরা নিয়ে সংবাদমাধ্যমের অতিমাত্রার প্রশ্নে কিছুটা বিরক্ত হয়ে পড়েছিলেন ব্রাজিল কোচ, ‘আশা করছি সব খেলোয়াড়ই তাদের সেরা জায়গায় আছে। একটা খেলোয়াড়ের জন্য আমাকে কেন ৩০০টা প্রশ্নের উত্তর দিতে হবে, অন্য সব কি খেলোয়াড় নয়? আমাকে সবসময়ই কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কারণ প্রত্যেকেই দুর্দান্ত ফর্মে থাকে, তার মধ্যে নেইমারও আছে।’

নেইমার ফিরলেও আলিসনকে পাচ্ছে না ব্রাজিল। নিতম্বের চোটে ছিটকে গেছেন লিভারপুল গোলকিপার।

বিশ্বকাপ বাছাই স্কোয়াড দিয়ে প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েছেন লিওঁ মিডফিল্ডার ব্রুনো গুইমারেস। দ্বিতীয় ম্যাচ খেলার অপেক্ষা আছেন আতলেতিকো মাদ্রিদ ডিফেন্ডার ফিলিপে। আর ২০১৫ সালের কোপা আমেরিকার পর প্রথমবার ডাক পেয়েছেন ফ্লামেঙ্গো মিডফিল্ডার এভারতন রিবেইরো।

ব্রাজিল স্কোয়াড:

গোলকিপার: ওয়েভারতন, এদেরসন, ইভান; ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, রেনান লোদি, আলেক্স সান্দ্রো, মারকুইনোস, ফিলিপে, এদের মিলেতাও, থিয়াগো সিলভা; মিডফিল্ডার: আর্থার, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফিলিপে কৌতিনিয়ো, এভারতন রিবেইরো, ফাবিনিয়ো; ফরোয়ার্ড: নেইমার, গাব্রিয়েল জেসুস, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, এভারতন, রিচার্লিসন, ব্রুনো হেনরিক।