chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হিরো আলমের বিরুদ্ধে গান চুরির মামলা

ডেস্ক নিউজ: ‘বাবু খাইছো’ গানটির শিরোনাম, কথা, সুর চুরি ও বিকৃত করার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য ও সংগীত পরিচালক মীর মাসুম। মামলার বাদী মীর মাসুম আজ শুক্রবার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মীর মাসুম বলেন, ‘গত ৬ ডিসেম্বর আদালতে ডিজিটাল সুরক্ষা আইনের ২২, ২৩ ও ২৪ ধারায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিচারক মামলাটি শুনানি শেষে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।’

এ বিষয়ে হিরো আলম এনটিভি অনলাইনকে বলেন, “‘বাবু খাইছো’ একটি ভাইরাল সংলাপ। এটি ফেসবুক থেকে নেওয়া। আমি ‘বাবু খাইছো’ নামের কোনো গান কপি করিনি। শুধু ফেসবুক থেকে ভাইরাল সংলাপ নিয়ে গানটি করেছি।”

হিরো আলম অভিযোগ করেন, ‘আমাকে মামলার বাদী জোকার বলেছেন। আমি এখন উনার বিরুদ্ধে উল্টো মামলা করব।’

গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় একক নাটক ‘বাবু খাইছো?’। মুক্তির দুই মাসের মধ্যে নাটকটির ভিউ এক কোটি ছাড়িয়ে যায়। মূলত এই নাটকের শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দেয়। ‘বাবু খাইছো’ শিরোনামের গানটির কথা ও কণ্ঠ দেন মীর মারুফ, সুর করেন মীর মারুফের ভাই মীর মাসুম।

এদিকে, এই গানের সূত্র ধরে হিরো আলমও একটি গান গেয়েছেন। আর এটি নিয়েই তৈরি হয়েছে জটিলতা

এই বিভাগের আরও খবর