chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চোরাই পেঁয়াজ নিলামে বিক্রি, টাকা যাবে সরকারি কোষাগারে

নিজস্ব প্রতিবেদক : আদালতের নির্দেশনায় চোরাই ৩ টন পেঁয়াজ নিলামে বিক্রি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর)।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) সকালে মনছুরাবাদের গোয়েন্দা (বন্দর জোন) পুলিশের কার্যালয়ে উন্মুক্ত নিলামে এসব পেঁয়াজ বিক্রি করা হয়।

এর আগে চুরির ঘটনায় জড়িত থাকায় গত ৫ ডিসেম্বর ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোহাম্মদ আলী (৩৩), মোঃ ফারুক(৩০) ও মোঃ মনির হোসেন (৪০)।

চোরাই পেঁয়াজ নিলামে বিক্রি, টাকা যাবে সরকারি কোষাগারে
চোরাই পেঁয়াজসহ গ্রেফতারকৃতরা।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) আবু বকর চট্টলার খবরকে জানান, নিয়ম অনুসারে পচনশীল দ্রব্য আদালতের নির্দেশনায় নিলামে তোলার বিধান রয়েছে। আমার সে অনুযায়ী নিলাম ডেকেছি।

সব্বোর্চ্চ দরদাতার নিকট প্রতি কেজি পেঁয়াজ ৩৮ টাকা দরে বিক্রি করা হয়েছে। পেঁয়াজ বিক্রির ১লাখ ১৪ হাজার টাকা সরকারী কোষাগারে জমা করা হবে।

এমএইচকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর