chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিতর্কিত বক্তা মামুনুল হককে প্রতিহত করতে চট্টগ্রামে মোড়ে মোড়ে যুবলীগ-ছাত্রলীগের অবস্থান

ডেস্ক নিউজ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিতর্কিত বক্তা ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের হাটহাজারী আগমনকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে চট্টগ্রাম জুড়ে।

তার আগমন প্রতিহত করতে নগরীর বিভিন্ন পয়েন্টে ও হাটহাজারী সড়কের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে চট্টগ্রাম মহানগর যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। বিক্ষোভে অংশ নিয়েছে শত শত কর্মী।

সড়কে টায়ার ও মামুনুল হকের কুশপুত্তলিকা দাহসহ স্লোগানে স্লোগানে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে ছাত্রলীগ নের্তৃবৃন্দরা।

জানা যায়, হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে আল আমিন সংস্থার উদ্দ্যেগে আয়োজিত তিনদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর মাহফিলে মামুনুল হকের বক্তব্য রাখার কথা রয়েছে।

আল আমিন সংস্থার ব্যানারে মূলত হেফাজতে ইসলাম সংশ্লিষ্টদের ওই আয়োজনে মামুনুল হককে সংবর্ধনা দেওয়া হবে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার আছে।

এদিকে তার আগমন প্রতিরোধের ঘোষণায় কিছুদিন ধরে চট্টগ্রামে টানটান উত্তেজনা বিরাজ করছে।

আজ শুক্রবার সকাল ৮টা থেকে মামুনুল হকের আগমন ঠেকাতে চট্টগ্রাম বিমানবন্দরের প্রবেশ মুখে নগর যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নেতৃত্বে অবস্থান নিয়েছেন যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা।বিতর্কিত বক্তার আগমন প্রতিহত করতে বিক্ষোভ

এতে কয়েকশ নেতাকর্মী যোগ দিয়ে বিক্ষোভ করেন। সেখানে ‘রাজাকার যেখানে প্রতিরোধ সেখানে, মামুনুল হক যেখানে প্রতিরোধ সেখানে’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘বীর চট্টলার মাটিতে মামুনুল হকের ঠাঁই নাই’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।বিতর্কিত বক্তার আগমন প্রতিহত করতে বিক্ষোভ

একই দিন দুপুরে নগরীর অক্সিজেন মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধসহ বিক্ষোভ করেন নগর ছাত্রলীগের শতাধিক কর্মী।

অন্যদিকে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি কারি বিতর্কিত বক্তা মামুনুল হক চট্টগ্রামের হাটহাজারীতে মাহফিলে আসার খবরে সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর ) বেলা পৌনে ১২টার দিকে চবির এক নম্বর গেইটে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা।বিতর্কিত বক্তার আগমন প্রতিহত করতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, বিতর্কিত বক্তা মামুনুল হকের হাটহাজারীতে আগমন রুখতে সড়কে অবস্থান নিয়েছি। কোনোভাবেই বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তিকারীকে ছাড় দেওয়া হবে না।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, কিছু ছেলে সড়ক অবরোধ করেছিল। তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

মামুনুল হকের বর্তমান অবস্থান কোথায় এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।

এদিকে বিভিন্ন মাধ্যমে বিতর্কিত নেতা হাটহাজারী পৌছেছেন বলে শোনা গেলেও যে মাহফিলে তিনি অংশগ্রহণ করার কথা সে মাহফিল আয়োজনকারী আল আমিন সংস্থার কর্মকর্তা কেউ নির্দ্দিষ্ট করে বলতে পারছেনা মামুনুল হক এখন কোথায়। তবে মামুনুল হকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে জানালেন কেউ কেউ।

তবে আয়োজনকারী কমিটির কয়েকজন নাম প্রকাশ না করা স্বর্তে মামুনুল হক বর্তমানে হাটহাজারী মাদ্রাসায় বিশ্রামে রয়েছেন বলে জানায়। সন্ধ্যায় তিনি মাহফিলে বক্তব্য রাখবেন।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে মামুনুল হককে প্রতিরোধের ঘোষণা দেয় ছাত্রলীগ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর