chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশে দূতাবাস খুলতে জর্ডানকে অনুরোধ

ডেস্ক নিউজ : বাংলাদেশে দূতাবাস খুলতে জর্ডান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। জর্ডানের নতুন পররাষ্ট্র সচিব ইউসেফ বাতাইনের সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জর্ডানে দ্বিপক্ষীয় ফরেন অফিস কন্সাল্টেশন (এফওসি) আহ্বান, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ, কর্মসংস্থান, বাংলাদেশি কর্মীদের স্বার্থ সুরক্ষা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয় এ বৈঠকে।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বৈঠকের ব্যবস্থা করারও অনুরোধ করেন জর্ডানের পররাষ্ট্র সচিবকে।

জর্ডান সরকার যেভাবে করোনাভাইরাস সঙ্কট সামাল দিচ্ছে, তার প্রশংসা করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

প্রবাসী শ্রমিকদের শ্রম অধিকারসহ জর্ডানের শ্রম অধিকার নিশ্চিত করতে সে দেশের সরকারের উদ্যোগে তিনি সন্তোষ প্রকাশ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

এএমএস/চখ

এই বিভাগের আরও খবর