chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

জি কে শামীমসহ ৮ জনের বিচার শুরু

ডেস্ক নিউজ: অর্থপাচার মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ঠিকাদার জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মো. নজরুল ইসলাম আজ  এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম এই তথ্য নিশ্চিত করেন।

শুনানির সময় জি কে শামীমসহ আটজনকে আদালতে হাজির করা হয়। মামলার অভিযুক্ত বাকি ৭ আসামি হলেন জিকে শামীমের দেহরক্ষী দেলোয়ার হোসেন (৩৯), মুরাদ হোসেন (৫২), জাহিদুল ইসলাম (৪১), শহিদুল ইসলাম (৩৬), কামাল হোসেন (৪৯), সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম (৩৪)।

উল্লেখ্য গত ৮ আগস্ট এই মামলায় জি কে শামীমসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, দেশের ১৮০টি ব্যাংক হিসাবে প্রায় ৩৩৭ কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে জিকে শামীমের। এ ছাড়া ঢাকায় দুটি বাড়িসহ প্রায় ৫২ কাঠা জমির মালিক তিনি। এসবের দাম ৪১ কোটি টাকা। জি কে শামীম তাঁর অস্ত্রধারী সাত দেহরক্ষীকে দিয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে টেন্ডারবাজি, বাস টার্মিনাল ও গরুর হাটে চাঁদাবাজি করে এসব অর্থসম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর