chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে করোনায় সুস্থতা ছাড়ালো ৩ লাখ : ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫, আক্রান্ত ১৫২৭

ডেস্ক নিউজ : সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্য থেকে নতুন করে আরো ১ হাজার ৫শ ৯ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টার সংখ্যা যোগ করে সারাদেশে এ পর্যন্ত ৩ লাখ ছাড়ালো সুস্থতায়। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৩৮ জন।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৫ জনের মৃত্যুতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬২৩ জন। নতুন মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছেন ১৩ জন পুরুষ ও দুজন নারী।

করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে নতুন করে আরো ১ হাজার ৫শ ২৭ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। ফলে আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৭৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১ হাজার ৫২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর