chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সভাপতি বাবু, সাধারণ সম্পাদক রহিম

বৃহত্তর কাপ্তাই রাস্তার মাথা ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটির অভিষেক

নগরের চান্দগাঁওয়ে বৃহত্তর কাপ্তাই রাস্তার মাথা ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ কমিটির অভিষেক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সমিতির স্থায়ী অফিসে এ আয়োজন করা হয়।

সমিতির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে ও এস. এম. নিজাম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নাজিম উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী চান্দগাঁও থানার সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, বিএনপি ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সাবেক সভাপতি জানে আলম জিকু, সমিতির সাধারণ সম্পাদক মো. রহিম রেজা, সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন বলেন, “আমি কাজীরহাট বাজারের হাসিল নিয়ে ইতোমধ্যে ইজারাদারদের সঙ্গে কথা বলেছি। যাত্রীদের নির্বিঘ্নে চলাচলসহ স্থানীয় ব্যবসায়ীদের জন্য রাস্তা কতটা ছাড় দেওয়া যায়, তা একত্রে মিলে সিদ্ধান্ত নিলে সবার জন্য মঙ্গলজনক হবে। এছাড়া মৌলভীবাজার থেকে রাস্তার মাথা পর্যন্ত সকল ব্যবসায়ী সমিতিকে নিয়ে একটি ফেডারেশন গঠন করা গেলে বাজার কেন্দ্রিক সর্বপ্রকার অন্যায়–অনাচার প্রতিরোধ করা সহজ হবে।”

জসিম উদ্দিন সরকার বলেন, “মোহরা একটি শান্তিপূর্ণ এলাকা হিসেবে সমাদৃত। কিন্তু গত কয়েক বছরে নির্দিষ্ট কিছু সন্ত্রাসী গোষ্ঠীর কারণে এই এলাকার শান্তি বিনষ্ট হয়েছে। এই সমস্যা রুখে দিতে ৫ আগস্টের পূর্বে আমি সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু এই ঐক্য তৈরি না করে একটি গোষ্ঠী আমাদের সামাজিক ও ব্যবসায়িক ভারসাম্য নষ্ট করেছে। সামাজিক এই স্থিতিশীলতা নষ্ট করে তাদের সুবিধাভোগের প্রতিফলন এখন আমরা ভোগ করছি।”

এছাড়া ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের পাশাপাশি আশপাশের অন্যায়–অনাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, “ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও আপনাদের আশপাশে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান ও বসতি রয়েছে। এসব স্থানে আপনাদের দৃষ্টি রাখতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে সবার সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এটা করা সম্ভব না হলে আমরা একটি নিরাপদ ও সাচ্ছন্দ্যময় মোহরা গড়ে তুলতে পারব না।”

জানে আলম জিকু বলেন, “আমরা আমাদের নাগরিক সুবিধা রক্ষা করতে সিটি করপোরেশনকে ইজারা দিয়ে থাকি। কিন্তু এর পরবর্তীতে কতটুকু সুবিধা পাচ্ছি, তা দেখতে হবে। একটি সুনির্দিষ্ট রূপরেখার মধ্য দিয়ে সীমিত আকারে ইজারা নিয়ে মোহরাবাসীকে সব ধরনের সুযোগ–সুবিধা প্রদান করতে আমরা চেষ্টা করব।”

সমিতির সভাপতি মিজানুর রহমান বাবু বলেন, “মোহরা যেহেতু একটি শিল্প এলাকা এবং অনেক মানুষের বসবাস এই জনপদে, তাই স্বাভাবিকভাবেই অনেকের নজর রয়েছে এই বাজারে। পূর্বের ঐতিহ্য অনুসরণ করে মেয়র যেভাবে বুঝতে না পেরে ইজারা দিয়েছেন, ঠিক সেভাবেই ইজারাদাররাও বুঝতে না পেরে অতিরিক্ত মূল্যে ইজারা নিয়েছেন। এখন এই অতিরিক্ত মূল্য পরিশোধ করতে সবারই কষ্ট হচ্ছে। তাই আলোচনা–পর্যালোচনার মাধ্যমে এর একটি সুষ্ঠু সমাধান আমাদেরই বের করতে হবে।”

পূর্ণাঙ্গ কমিটিতে পদপ্রাপ্তরা:

সভাপতি পদে: মো. মিজানুর রহমান

সহসভাপতি পদে: মো. এস. এম. জাবেদ, শাহ আলম, মো. নজরুল ইসলাম, ফজলুল হক সিকদার, এস. এম. ফজলুল হক

সাধারণ সম্পাদক পদে: মো. রহিম রেজা

সহসাধারণ সম্পাদক পদে: আলাউদ্দিন চৌধুরী

অর্থ সম্পাদক পদে: মো. রফিক

সহ অর্থ সম্পাদক পদে: এস. এম. নিজাম উদ্দিন

সাংগঠনিক সম্পাদক পদে: ওয়াহিদুজ্জামান রাজীব

সহসাংগঠনিক সম্পাদক পদে: মো. জসিম উদ্দিন

দপ্তর সম্পাদক পদে: এমদাদুল হক ইমতিয়াজ

সহদপ্তর সম্পাদক পদে: মো. আলী আজম

প্রচার সম্পাদক পদে: মো. রিয়াজ উদ্দিন

সহপ্রচার সম্পাদক পদে: মো. মঈন উদ্দিন

ধর্ম সম্পাদক পদে: মো. মহিউদ্দিন

সহধর্ম সম্পাদক পদে: মো. জয়নাল সওদাগর

আপ্যায়ন সম্পাদক পদে: মো. সোহাগ

সহআপ্যায়ন সম্পাদক পদে: মো. কাইছার মনির

আইন সম্পাদক পদে: হাসান রাশেদ

সহআইন সম্পাদক পদে: জাহেদ

পরিবেশ সম্পাদক পদে: প্রদীপ বাবু

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে: মো. জসিম

সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে: মো. শহিদুল ইসলাম

সমাজকল্যাণ সম্পাদক পদে: মো. জাবেদ

সহসমাজকল্যাণ সম্পাদক পদে: স্বপন বাবু

কার্যনির্বাহী সম্পাদক পদে: মুহাম্মদ মনসুর

কার্যনির্বাহী সদস্য: মুহাম্মদ মনজু, কালাম, নুরুল আকতার চুন্নু

ব্যবসায়ী কল্যাণ সম্পাদক পদে: মো. নাজিম উদ্দিন

সহব্যবসায়ী কল্যাণ সম্পাদক পদে: ইকবাল মনির

স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে: ডা. মো. মহিউদ্দিন

জেএফআই/চখ

এই বিভাগের আরও খবর