জঙ্গল সলিমপুরে হামলা, চট্টগ্রামে সাংবাদিকদের ২৪ ঘণ্টা আল্টিমেটাম
চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, ক্যামেরাপার্সন মো. পারভেজ রহমান এবং গাড়িচালক মাহাবুব আলমের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের (সিটিআরএন)।
রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া কিছুই নয়।
এ সময় সাংবাদিকরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, এর আগেও বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকরা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা চলমান থাকলে গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হবেন, যা মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা সবসময় সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কলম ধরেন এবং জনগণের কণ্ঠস্বরকে তুলে ধরেন। অথচ বারবার দেখা যাচ্ছে, জঙ্গল সলিমপুর এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা সন্ত্রাসী ও দুর্বৃত্তদের হাতে হামলার শিকার হচ্ছেন। এসব ঘটনা প্রমাণ করে, একটি প্রভাবশালী চক্র সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে সত্য প্রকাশ ঠেকাতে চায়।
প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
এদিকে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক যৌথ বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।
তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু ঘৃণ্য নয়, ন্যাক্কারজনক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আর রাজনৈতিক দলের নেতাদের প্রশ্রয় পাওয়া এসব সন্ত্রাসীকে নিয়ন্ত্রণ করতে না পারার ঘটনা খুবই দু:খজনক ও সংশ্লিষ্ট নেতাদের ব্যর্থতার জলন্ত উদাহারণ।
এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে সিইউজে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।
চখ/ককন
