chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোরকা পরে হাসপাতালে পরীমনি!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি আবারও চলে এসেছেন আলোচনায়। পরী কখনো সিনেমার খবর, কখনো ব্যক্তিজীবনের ছোট ছোট মুহূর্ত—সবকিছুই অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করেন। এবার তিনি নতুন রূপে সবাইকে চমকে দিলেন।

বুধবার পরীর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বোরকা পরে সন্তানদের সঙ্গে বের হচ্ছেন তিনি। ভিডিওতে গাড়িতে বসে ছেলেমেয়ের সঙ্গে কথোপকথনের মুহূর্তও দেখা যায়। এরপর হাসপাতালে গিয়ে টিকা নেন রাজ্য ও প্রিয়ম।

ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন কী করে।’

ভক্তদের মধ্যে অল্প সময়েই ভিডিওটি ছড়িয়ে পড়ে। পরীর বোরকা পরা লুকের প্রশংসা করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরীমণি আপু বোরকাতে খুব সুন্দর লাগছে।’ আরেকজনের মন্তব্য, ‘হিজাব-নিকাবে আরও বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ।’

শুধু সন্তানের টিকা দেওয়ার মুহূর্ত নয়, মা হিসেবে পরীর নতুন উপস্থাপনাও মুহূর্তেই মন কেড়েছে ভক্তদের।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর