chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পটিয়ায় ১৭ মামলার আসামি বিএনপি নেতা গ্রেফতার

চট্টগ্রামের পটিয়ায় বিতর্কিত বিএনপি নেতা মোকাম্মেল হক তালুকদারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও ছিনতাইসহ মোট ১৭টিরও বেশি মামলা রয়েছে।

শুক্রবার (২৬সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার আশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে ক্যাপ্টেন শাকিবের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়।

মোকাম্মেল হক তালুকদার (৫০) আশিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত নুরুন্নবীর পুত্র।

তিনি পটিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় বিএনপির নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “সেনাবাহিনীর হাতে গ্রেফতার মোকাম্মেল হক তালুকদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”

চখ/রেজা

এই বিভাগের আরও খবর