chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় খালে কিশোরের লাশ উদ্ধার

চট্টগ্রামের সাতকানিয়ায় খালে ভাসমান অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া এলাকায় ইছামতি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম ইয়াছিন (১৪)। সে একই এলাকার আবুল কালাম আজাদ ও বাবলী আক্তারের ছেলে এবং খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসার ছাত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ইয়াছিন মাদ্রাসায় না যাওয়ার জন্য মায়ের সাথে জোরাজুরি করে। পরে মা জোর করে মাদ্রাসায় দিয়ে আসলে সেখান থেকে সে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার তিন দিন পর শনিবার সকালে খালে তার লাশ ভেসে ওঠে।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর