কর্ণফুলীতে আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
কর্ণফুলীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জুলধা ও চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো: মিজানুর রহমান।
গ্রেপ্তার দুই নেতা হলেন – জুলধা ডাঙ্গারচর এলাকার বাচার বাপের বাড়ির মৃত অলি আহমদের ছেলে মো. শফি আলম (৩৪) এবং চরলক্ষ্যা ৫ নম্বর ওয়ার্ড আঃ শুক্কুর সওদাগরের বাড়ির মৃত হাজী আঃ শুক্কুরের ছেলে মোঃ শাকিল খান (২৭)। পুলিশের দাবি শফি আলম ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও শাকিল উপজেলা ছাত্রলীগের সক্রিয় নেতা।
কর্ণফুলী থানার অপারেশন অফিসার মো: মিজানুর রহমান বলেন, শফি আলমকে নগরীর বাকলিয়া হস্তান্তর এবং শাকিলকে থানার সন্ত্রাস বিরোধী মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চখ/রেজা
