যেসব দাবি নিয়ে মাঠে নেমেছে জামায়াত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে দেশে বিরাজ করছে অস্থিরতা। এতে অনেকেই সমর্থন প্রকাশ করলেও বিপক্ষে আছে জামায়াতসহ বেশ কিছু দল। এর আগে এনসিপি বলেছিল সংস্কার কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠিত হলে তারা আন্দোলনের ডাক দিবে। যে বক্তব্যে সমর্থন দিয়েছিল জামায়াত। এবার এরই ধারাবাহিকতায় যেন ৫ টি বিস্ফোরক দাবি নিয়ে মাঠে নেমেছে দলটি।
বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর পাশাপাশি আরও ৬টি রাজনৈতিক দল বিক্ষোভ সমাবেশ করবে। তবে পিআর পদ্ধতি বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো জুলাই মাসে প্রস্তাবিত জাতীয় সনদের ভিত্তিতে আগাম নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব ধরনের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারী শক্তির দোসর হিসেবে চিহ্নিত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
জামায়াত ছাড়া অংশগ্রহণকারী দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপা।
জানা গেছে, পাঁচ দফা দাবির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। এছাড়া বিকালে একই স্থানে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের। বিক্ষোভ মিছিল করবে খেলাফত মজলিসও।
জাতীয় নির্বাচনের সময় যত এগিয়ে আসছে পরিস্থিতি যেন ততই ঘোলাটে হচ্ছে। এরই মধ্যে আন্দোলনের ডাক দিল জামায়াত ইসলামী। সাথে ক্ষিপ্ত হয়ে উঠেছে আরও ৬ দল। এখন পরিস্থিতি বোঝা সময়ের অপেক্ষা শুধু।
তাসু/চখ
