বাকলিয়ায় ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ২১০০ পিস ইয়াবাসহ রুমায়ন কবির (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি (পশ্চিম) বিভাগ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিএমপি কর্মকর্তারা।
গ্রেপ্তারকৃত রুমায়ন চকরিয়ার পানখালী এলাকার ৯ নং ওয়ার্ডের আব্দুস সালাম ও রাজিয়া বেগমের ছেলে।
জানা যায়, সোমবার ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে নগরের বাকলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রুমায়ন কবিরকে আটক করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি প্রাইভেট কারের পেছনের চাকায় লুকানো অবস্থায় ২১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে অবৈধ ইয়াবা সমূহ জব্দ করা হয় এবং তাকে মাদক পরিবহনের দায়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বাকলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চখ/রেজা
