টেকনাফে ৫ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে টেকনাফ পৌরসভার ছোটহাজি মার্কেটের এক দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- টেকনাফ সদর ইউপির বড় হাবিব পাড়ার মোঃ পারভেজ ও আয়াছ।
বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভ।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক নাহিদ হাসান সৌরভের নেতৃত্বে উপপরিদর্শক মোঃ কামরুজ্জামানসহ অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত রেইডিং টিমসহ টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডস্থ গনি রোডের ছোট হাজির মার্কেট হতে আহমদিয়া রাইস এজেন্সি নামীয় দোকান হতে দুই যুবককে আটক করা হয়। পরবর্তীতে এদের দেহ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে উপ পরিদর্শক মোঃ কামরুজ্জামান বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলেও জানান ডিএনসি’র ওই কর্মকর্তা।
চখ/রেজা
