জয়ের ২ বাড়ির তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রে এমএলআর পাঠাবে দুদক
পাচার হওয়া সম্পদ ফেরাতে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের দুই বাড়ির তথ্য চেয়ে দেশটিতে এমএলআর পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৮ আগস্ট) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে দুদক সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দুটি বাড়ির সন্ধান পাওয়ার তথ্য জানায়, যা তিনি আয়কর নথিতে গোপন করেছেন।
দুদক বলছে, ভার্জিনিয়ার গ্রেট ফলসের পার্কার হাউস ড্রাইভের ১০৪১১ নম্বর এবং ফলস চার্চের বেলমানার কোর্টের ৩৮৪৭ নম্বর বাড়ির মালিক জয়। ২০২৪ সালের ২৭ জুন ও ২০১৪ সালের ৫ মে কেনা বাড়ি দুটির বাজারমূল্য ৫৩ কোটি টাকার বেশি বলে মনে করে দুদক।
এর আগে, দুদকের একটি অনুসন্ধান দল ঠিকানাসহ এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করে এবং পরে তা অনুমোদন হয়।
দুদক জানায়, জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরও ১৩টি বাড়ি ও একটি শপিংমলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত চলছে।
মআ/চখ
