chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অ্যান্ড্রয়েডের জন্য ‘ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড’ আনল জুম অ্যাপ

প্রযুক্তি ডেস্ক: করোনার কারণে ‘জুম অ্যাপ’ এখন জনপ্রিয়তার তুঙ্গে। ব্যাকগ্রাউন্ড গোপনীয়তা রক্ষা বা মজা করার জন্য ‘ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড’ অপশন অ্যান্ড্রয়েডের জন্য উন্মুক্ত করেছে অ্যাপসটি।

আওএস এবং ডেস্কটপে জুম ব্যাকগ্রাউন্ড ইতোমধ্যে রয়েছে, যা ব্যবহারকারীদেরকে তাদের অবস্থানের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে অনলাইন মিটিংয়ে বৈচিত্র আনার সুবিধা দিচ্ছে।

অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি এবার অ্যান্ড্রয়েডেও নিয়ে এসেছে জুম। অ্যাপটির বর্তমান ৫.৩.৫২৬৪০.০৯২০ অ্যান্ড্রয়েড ভার্সনে ফিচারটির দেখা পেয়েছে অ্যান্ড্রয়েড পুলিশ। এই আপডেট ভার্সনে মিটিংয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি ফোনের অডিও শেয়ার সুবিধাও রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ডিভাইসে জুমের ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ফিচার চালু করবেন যেভাবে

১. মিটিংয়ে জয়েন করুন বা নতুন মিটিং তৈরি করুন।

২. এবার স্ক্রিনের নিচে ডান দিকে কোণায় থাকা ‘মোর’ অপশনে ক্লিক করুন।

৩. এরপর ‘ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড’ অপশনে ক্লিক করুন।

৪. ক্যামেরা অ্যাকসেসের পারমিশন দেওয়া না থাকলে, পারমিশন দিন।

৫. ইমেজ সিলেক্ট করুন কিংবা ‘+’ আইকনে ক্লিক করে আপনার ফোনের গ্যালারিতে থাকা কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করুন।

আপনি চাইলে পরবর্তী সকল মিটিংগুলোর জন্য এই ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন কিংবা শুধু বর্তমান সেশনের জন্য সেট করতে যাবেন। এই অপশন পাওয়া যাবে অ্যাপের মিটিং সেটিংস মেন্যুতে।

এমআই/