chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চকবাজারে রিকশা নালায় পড়ে মায়ের কোলের শিশু নিখোঁজ

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ৬ মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রীকে নিয়ে নালায় পড়ে গেছে।এ ঘটনায় ওই নারীকে উদ্ধার গেলেও সেহেরিশ নামের শিশুটি বৃষ্টির পানির তোড়ে তলিয়ে গেছে।

আজ শুক্রবার রাত ৮টার দিকে কাপাসগোলা নবাব হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ চালাচ্ছে। রাত সাড়ে ১১ টায় এ রিপোর্ট আপডেট করার সময় পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নালায় বৃষ্টির পানির তোড়ে শিশুটি হারিয়ে গেছে।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোকাররম হোসেন বলেন, ‘সন্ধ্যায় বেশকিছুক্ষণ বৃষ্টি হয়েছে। কাপাসগোলা এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ নালায় পড়ে যায়। রিকশায় ৬ মাস বয়সী শিশুসহ এক নারী যাত্রী ছিলেন। রিকশাটি নালায় পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা চালক ও ওই নারী যাত্রীকে উদ্ধার করেন। তবে নারীর কোলে থাকা শিশুটি পানির তোড়ে নিখোঁজ রয়েছে। আমরা সাড়ে ৮টায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুকে উদ্ধারে কাজ করছি। ’

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ বলেন, `নগরের চকবাজার থানার কাপাসগোলায় ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে নালায় পড়ে মায়ের কোলে থাকা ছয় মাসের শিশু নিখোঁজ হয়েছে। ঘটনা শোনার পর থেকেই উদ্ধার কার্যক্রমে তদারকি করছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

ফখ| জেএফআই|চখ

এই বিভাগের আরও খবর