chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাঁচলাইশে চুরি হওয়া মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে পাঁচলাইশ থেকে চুরি হওয়া মোটরসাইকেল মো. আবিদ হোসেন শ্রাবণ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মো. আবিদ হোসেন শ্রাবণের (২২) বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। জানা গেছে, বাদী মোহাম্মদ নোমান (২৭) চট্টগ্রাম শহরে চলাচলের জন্য তার ভগ্নিপতির মোটর বাইকটি নিয়ে গত ৮ এপ্রিল দুপুরে  নগরীর হামজারবাগ এলাকার শাহজাহান হাউজিং সোসাইটির কামাল ম্যানশনের সামনে পার্কিং করে টিউশনি করতে যায়। দেড় ঘণ্টা পর বিকাল ৪টার সময় টিউশন শেষে এসে মোটর সাইকেলটি দেখতে না পেয়ে পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসাসি মো. আবিদ হোসেন শ্রাবণকে শনাক্ত করা হয়। কিন্তু আসামি শ্রাবণ এই কদিনে অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে পাঁচলাইশ থানায় ২ দিনের পুলিশ রিমান্ডে ছিল। সেখানেই তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে যে, তার সহযোগীদের সহযোগিতায় উল্লেখিত মোটরসাইকেল চুরি করেছে এবং উক্ত মোটরসাইকেল হাটহাজারী থানাধীন ধোপপুল নামক এলাকায় রেখেছে। পরে সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে মোটর বাইকটি উদ্ধার করে জব্দ করে।

চখ/ককন

 

 

এই বিভাগের আরও খবর