chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিডিএ কর্ণফুলী বামতীর প্রকল্পে ওয়াসার পানি যাচ্ছে প্লট মালিকদের অর্থায়নে

অবশেষে দীর্ঘ ৩৩ বছরের বিড়ম্বনার অবসান হচ্ছে কর্ণফুলী বামতীর হাউজিং প্রকল্পের।

মঙ্গলবার সকাল ১১ টায় সিডিএ চেয়ারম্যানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যৌথ সভায় এই ব্যাপারে সিডিএ এবং প্লট মালিক সমিতির মালিকদের খরচে ওয়াসার “ভান্ডালজুড়ি“ প্রকল্পের পানি সংযোগ স্থাপনে সর্বমত সিদ্ধান্ত গৃহিত হয়।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মনজুর হাসান স্বাগত বক্তব্য রাখেন।

সিডিএ চেয়ারম্যান বলেন, “৩৩ বছরের পুরনো প্রকল্পটি ওয়াসার সুপেয় পানির অভাবে পরিত্যক্ত হয়ে আছে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে বিপুল সংখ্যক নাগরিকের আবাসন সংকট নিরসন হবে এবং সিডিএ ও ওয়াসা বিপুল পরিমাণ রাজস্ব পাবে। কিন্তু প্রকল্পটি মেয়াদউত্তীর্ণ হওয়ায় ওয়াসার “ভান্ডালজুড়ি” প্রকল্পের পানি সরবরাহের জন্য ওয়াসার ডিমান্ড নোটের সাত কোটি আটচল্লিশ লক্ষ সত্তর হাজার নয়শত উনচল্লিশ টাকা সিডিএর পক্ষে ওয়াসার ফান্ডে জমা দেওয়ার সুযোগ নেই।“ তিনি এ ব্যাপারে প্লট মালিক সমিতির সহযোগিতা প্রত্যাশা করেন।

এ সময় প্লট মালিক সমিতির পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি এড. জিয়া হাবীব আহসান উক্ত অর্থ প্লট মালিকদের বৃহত্তর কল্যাণে অংশ অনুপাতে কাটা প্রতি প্রায় ৫০ হাজার টাকা ৬ মাসের মধ্যে জমা প্রদানের প্রস্তাব করলে সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক,উপদেষ্টা প্রফেসর ড ইমরান বিন ইউনুস, সহ-সভাপতি গেলাম ওয়ারেছ, সম্পাদক ইয়াসিন চেয়ারম্যান প্রমুখ সমিতির নেতৃবৃন্দ ও উপস্থিত প্লট মালিকবৃন্দ তাতে সমর্থন জানান।

এ ব্যাপারে সিডিএ এবং মালিক সমিতির মধ্যে সমঝোতা স্মারক সম্পাদনে সিদ্ধান্ত গৃহীত হয়। আরো সিদ্ধান্ত হয় যে, সিডিএ উক্ত অর্থ দ্রুত সংযোগ প্রদানের জন্য চট্টগ্রাম ওয়াসা কে জমা প্রদান করবে। ইতিমধ্যে ওয়াসার এমডি আনোয়ার পাশাও ডিমান্ড নোটের টাকা প্রাপ্তি সাপেক্ষে দ্রুত পানি সংযোগ প্রদানে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট ওয়াসার বিভাগকে নির্দেশ প্রদান করেন। সমিতির নেতৃবৃন্দ, এ ব্যাপারে আন্তরিক উদ্যোগ গ্রহণের জন্য ৫১৯ টি প্লট মালিক ও তাদের পরিবারের পক্ষ থেকে সিডিএ চেয়ারম্যান ও ওয়াসার এমডিকে আন্তরিক ধন্যবাদ জানান।

সভার অপর এক সিদ্ধান্তে উক্ত আবাসিক প্রকল্পের অভ্যন্তরে অবৈধ কোরবানির পশুর হাট বসানোর ফলে প্রকল্পের রাস্তাঘাট, কালভার্ট ও অবকাঠামোর ক্ষতি সাধন বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সিডিএ ও প্লট মালিক সমিতি এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ-র স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ ইলিয়াছ স্বাগত, সিডিএ মেম্বার মোহাম্মদ নজরুল ইসলাম, প্রকৌশলী মোঃ মনজুর হাসান, প্রফেসর ড ইমরান- বিন ইউনুস, মোঃ আনিসুল হক পাটওয়ারী, সিনিয়র এস্টেট অফিসার চৌধুরী মোঃ আবু হেনা, প্রকৌশলী মোঃ ওসমান সিকদার, মোঃ আলমগীর খান, মোঃ সাদেকুর রহমান, মোঃ ইলিয়াছ প্রমূখ ও প্লট মালিকদের মধ্যে উপস্থিত ছিলেন- অর্থ সম্পাদক মোঃ সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল হুদা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান চৌধুরী (রাফি), আবদুল মালেক, মোজাফফর আহমেদ, মোঃ ফজলুল করিম, মোঃ ফয়সাল আলম্‌ মারুউফা চৌধুরী, মো শাহ ই আলম, মোঃ ইকবাল, মোঃ মোবিনুল হক চৌধুরী, সোয়েব কাশেম চৌধুরী, মোঃ বজলুল করিম, মোঃ জামাল উদ্দিন, মিআদ বিন কাইউম চৌধুরী, মোঃ ইব্রাহীম, মোয়াজ্জেম হোসেন প্রমুখ। সভা শেষে গৃহীত কর্মসূচী বাস্তবায়নে আল্লাহর রহমত কামনা করে মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মো: মোজাম্মেল হক।

◑ ফখ|চখ

এই বিভাগের আরও খবর