chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশ সফরে আসছে ভারত

সূচি ঘোষণা বিসিবির

আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় দল। তিন ওয়ানডে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজের জন্য আজ মঙ্গলবার সময়সূচি ঘোষণা করেছ বিসিবি।

আগামী ১৩ আগস্ট ঢাকায় আসবে ভারতীয় ক্রিকেট দল। এরপর ১৭ তারিখ মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডেতে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ২০ আগস্ট।

এরপর দুই দল শেষ ওয়ানডে খেলতে পাড়ি জমাবে বন্দরনগরী চট্টগ্রামে। ওয়ানডে শেষে প্রথম টি-টোয়েন্টিতে ২৬ আগস্ট মাঠে নামবে দুই দল, এই ম্যাচের ভেন্যু্ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম)।

এরপর সিরিজের দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি হবে মিরপুর শের-ই বাংলার মাঠে। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আর এই সিরিজটি বেশ ঝাঁকঝমকপূর্ণ হবে বলে আশা করেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।

দ্বিপাক্ষিক সিরিজ শেষে আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবে ভারতীয় দল। দুই দেশের সিরিজের তারিখ জানা গেলেও খেলা শুরুর সময় এখনো নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশভারত ওয়ানডে সিরিজ

তারিখ ম্যাচ ভেন্যু
১৭ আগস্ট ১ম ওয়ানডে মিরপুর
২০ আগস্ট ২য় ওয়ানডে  মিরপুর
২৩ আগস্ট ৩য় ওয়ানডে চট্টগ্রাম

বাংলাদেশভারত টিটোয়েন্টি সিরিজ

তারিখ  ম্যাচ ভেন্যু
২৬ আগস্ট ১ম টিটোয়েন্টি চট্টগ্রাম
২৯ আগস্ট ২য় টিটোয়েন্টি মিরপুর
৩১ আগস্ট ৩য় টিটোয়েন্টি মিরপুর

 

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর