নানা আয়োজনের মধ্য দিয়ে চবিতে নববর্ষ উদযাপন
বাংলার নতুন বছরকে স্বাগত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বর্ষবরণ উৎসব। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিশ্ববিদ্যালয় প্রঙ্গনে ঐতিয্যবাহী এই উৎসব পালিত হয়।
এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট থেকে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আখতার। এসময় সঙ্গে ছিলেন উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দীন।
পরে বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
এদিকে, বেলা গড়াতেই চবির পহেলা বৈশাখের আয়োজন রূপ নিয়েছে উৎসবে। লাল-সাদা রঙের শাড়ি ও পাঞ্জাবিতে সেজেছে শিক্ষার্থী ও দর্শনার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আশপাশের এলাকার মানুষের অংশগ্রহণ বৈশাখ আয়োজনকে অন্যমাত্রায় নিয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, নববর্ষ উদযাপনে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছে সাদা পোশাকের পুলিশ। সন্ধ্যার আগেই নববর্ষের আয়োজন শেষ করার নির্দেশনা রয়েছে। নির্ধারিত সময়েই আমাদের এ আয়োজন শেষ হবে।
চখ/ককন