chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টেলিভিশনে পহেলা বৈশাখ

বিটিভি স্টুডিও এবং বিটিভির ঢাকা কেন্দ্রের বহিরাঙ্গন থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে থাকবে রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকগান, গম্ভীরা, লাঠিখেলা, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। সকাল সাড়ে ৮টায় প্রচারিত হবে রবীন্দ্রনাথের গানের অনুষ্ঠান ‘মুছে যাক গ্লানি’। সকাল ৯টা ১০ মিনিটে থাকছে শিশুতোষ অনুষ্ঠান। দুপুর ১টায় রয়েছে বৈশাখের গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। দুপুর দেড়টায় কবিতা পাঠের অনুষ্ঠান। বিকাল ৫টায় প্রচারিত হবে লোকনৃত্য ‘নকশী কাঁথার মাঠ’। সন্ধ্যা ৬টায় থাকছে স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। বাংলা সন প্রবর্তন, নববর্ষ, মঙ্গল শোভাযাত্রা, নববর্ষের সূচনালগ্নের অবস্থা ও বর্তমান অবস্থা নিয়ে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে । সন্ধ্যা ৭টায় থাকছে নাটক ‘মাটির পুতুল’। রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে নজরুল সংগীতের অনুষ্ঠান ‘বৈশাখী ঝড় এলো’। রাত সাড়ে ৯টায় থাকছে টেলিফিল্ম ‘মনের মানুষ’। নৃত্যানুষ্ঠান ‘বৈশাখী ছন্দে’ প্রচারিত হবে রাত সাড়ে ১০টায়। অনুষ্ঠানটিতে নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়, সোহেল রহমান, আয়েশা সিদ্দিকা, কামরুল হাসান ফেরদৌস। রবীন্দ্র সংগীত, নজরুলগীতি, লোকগান ও আদি বাংলা গানের ওপর ভিত্তি করে নাচগুলো পরিবেশিত হবে।

চ্যানেল আই

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে আজ সকাল ৬টা থেকে শুরু হবে এ আয়োজন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সুরের ধারার শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা। অনুষ্ঠান স্থলে থাকবে বিভিন্ন লোকজ মেলার স্টল। মেলায় বিভিন্ন খেলাধুলার আয়োজনসহ থাকবে দেশীয় নানান ক্ষদ্র ও কুটির শিল্পের স্টল। বর্ষবরণের শেষ সময়ের মহড়া চলছে লালমাটিয়ায় সুরের ধারার কার্যালয়ে। বর্ষবিদায়ের অনুষ্ঠানে সুরের ধারা দেশের গান পরিবেশন করবে এবং বর্ষবরণ সকালে পরিবেশিত হবে পঞ্চকবির গান ও লোকসংগীত। এ আয়োজনে তিন শতাধিক শিল্পী মঞ্চে থাকবে।

বৈশাখী টিভি

একক নাটক বৈশাখের ভালোবাসা। অভিনয়ে সিদ্দিক, মাই অতানাবী (জাপান), আহসানুল হক মিনু, সাহেলা আক্তার প্রমুখ। রচনা পরিচালনা : সিদ্দিকুর রহমান। মোশাররফ করিমের একক নাটক ‘প্যারা আজমল’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই প্রমুখ। রচনা ও পরিচালনা সোহেল রানা ইমন। বৈশাখীর সকালের গানে গাইবেন দেবলীনা সুর। প্রচার হবে তার গাওয়া ৯টি গান। বৈশাখীর গোল্ডেন সংয়ে গাইবেন চন্দনা মজুমদার। প্রচার হবে তার গাওয়া হারানো দিনের কয়েকটি গান।

দীপ্ত টিভি

দীপ্ত টেলিভিশন বাংলা নববর্ষ উপলক্ষে আজ আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা। অনুষ্ঠানটি সকাল ৯টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। গৌরব সরকার ও কাজী ফাহিমুল হকের প্রযোজনায় দীপ্ত বৈশাখী উৎসবে গান পরিবেশন করবেন ব্যান্ড বায়োস্কোপ ও ব্যান্ড ডোরা। উপস্থাপনায় থাকছেন ইন্দ্রাণী নিশি।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর