chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রং তুলির আঁচড়ে চট্টগ্রামে চলছে বর্ষবরণের প্রস্তুতি

নগরের বাদশা মিয়া সড়কে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উন্মুক্ত প্রাঙ্গণে বসে একমনে আঁকছেন অঙ্কন ও চিত্রায়ন বিভাগের শিক্ষার্থীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসের চরিত্র বিনোদিনী ও আশালতাকে বাংলার ঐতিহ্যমণ্ডিত সরাশিল্পে চিত্রিত করছেন তারা। লোকশিল্পের আদলে সরাচিত্র এঁকেছেন তারা।

বাংলা নববর্ষ-১৪৩১ ঘিরে ব্যস্ত সময় পার করছেন চবির চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

এবার নববর্ষ ও আনন্দ শোভাযাত্রা আয়োজনে বিভিন্ন ভাগ হয়ে সকাল থেকে রাত অব্দি কর্মযজ্ঞ পালন করছেন এই শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রস্তুতি চলছে নগর ও জেলা জুড়ে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার ডিসি হিল ও সিআরবি শিরীষতলা দুই জায়গাতেই বর্ষবরনের আয়োজন হবে। ডিসি হিলে অনুষ্ঠানের আয়োজন করবে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ এবং শিরীষতলায় থাকবে নববর্ষ উদযাপন পরিষদের নানা অনুষ্ঠান।

চবি চারুকলার শোভাযাত্রা

পহেলা বৈশাখ উপলক্ষ্যে এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে সকালে বের করা হবে শোভাযাত্রা। এজন্যে চারুকলার শিক্ষার্থীরা তৈরি করছে রংবেরঙের নানা প্রতিকৃতি। নগরীর বাদশা মিয়া রোডস্থ চারুকলা ইনস্টিটিউট থেকে বের হলে শোভাযাত্রাটি আলমাস মোড়, কাজির দেউড়ি, জামালখান প্রেস ক্লাব হয়ে আবারও একই রুটে চারুকলায় গিয়ে শেষ হবে।

ডিসি হিলের আয়োজন

ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আহ্বায়ক অলক ঘোষ পিন্টু ও সদস্য সচিব সুচরিত দাশ বলেন, আগামীকালের এ আয়োজনের সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত নানা অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হবে । নৃত্য, গান, আবৃত্তি, নাটক, কৌতুকসহ নানা অনুষ্ঠান থাকবে আয়োজনে।

শিরীষতলায় দু’দিনের আয়োজন

আজ রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়েঅন্যদিকে, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও উচ্চারক আবৃত্তিকুঞ্জের সভাপতি ফারুক তাহেরের নেতৃত্বে নববর্ষ উদযাপন পরিষদ বর্ষবিদায় ও বর্ষবরণের দুই দিনের অনুষ্ঠান করবে সিআরবি শিরীষতলায়। আজ রবিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪৩১ সালকে বিদায় জানানো হবে সেখানে। আর সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বর্ষবরণের অনুষ্ঠান। শিরীষতলায় বর্ষবরণের অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠান, আবৃত্তি, গান, নৃত্য, কবিতা আবৃত্তি ছাড়াও এবার ব্যতিক্রম হিসেবে থাকবে কাবাডি প্রতিযোগিতা।

বর্ষবরণ উদযাপন পরিষদের সদস্য সচিব ফারুক তাহের চট্টলার খবরকে বলেন, প্রতি বছরের মতো এবারও এ উপলক্ষ্যে আমরা শিরীষতলায় নানা কর্মসূচী হাতে নিয়েছি। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচীতে অংশ নেবে। থাকবে স্বনামধন্য শিল্পীদের নানা পরিবেশনা। ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।

ফখ|চখ

এই বিভাগের আরও খবর