নগরজুড়ে বৈশাখ আমেজ
পহেলা বৈশাখ ঘিরে নগরজুড়ে বইছে উৎসবের আমেজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার বিভাগের শিক্ষার্থীদের কেউ কাগজ কেটে ছেঁটে তৈরি করছেন বিভিন্ন ধরণের নকশা, কেউবা শোলা দিয়ে বানাচ্ছেন ঐক্যের প্রতীক হাত মুষ্টির প্রতিকৃতি।আবার কেউ ব্যস্ত রং ও তুলি দিয়ে মাটির সরায় নকশা অঙ্কনে।
ছবি: এম ফয়সাল এলাহী