chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে সহস্র রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে জাহানারা-মোনাফ ফাউন্ডেশন’র পৃষ্ঠপোষকতায় চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম’র আয়োজনে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। 

শনিবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বরকল এস. জেড. উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ এবং চশমা প্রদান করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ২ শতাধিক রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন ১০ সদস্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক দল।

ছানি পড়া রোগীদের আগামী ১৪ এপ্রিল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশে অবস্থিত শেভরন আই হসপিটালে নিয়ে অত্যাধুনিক পদ্ধতিতে চোখের ছানি অপারেশন করে লেন্স প্রতিস্থাপন করা হবে। রোগীদের আসা যাওয়াসহ যাবতীয় খরচ আয়োজকরা বহন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে চক্ষুশিবির উত্তর সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্দনাইশ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা, বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহাদাৎ হোসেন, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আজম খান, সমিতি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, ট্রাষ্টি সেক্রেটারি আব্দুন নবী খান, চক্ষু ক্যাম্পের আহ্বায়ক আরশাদ উল্লাহ, সদস্য সচিব আ.ন.ম হাসান।

আরও উপস্থিত ছিলেন, উপদেষ্টা আকরাম হোসেন,  উদ্দিন, আমিনুল ইসলাম, কার্যকরী পরিষদের সহ সভাপতি ইসমাইল চৌধুরী হানিফ, যুগ্ম সম্পাদক মো ইদ্রিস, আবু সাঈদ মুন্না, হামিদুর রহমান পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুমন,  অর্থ সম্পাদক নেজামুল হক, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, কার্যকরী পরিষদ সদস্য তাহের উদ্দিন, সাইফুদ্দীন,ডা.খাজা হোসেন কাউসার, জহুরুল হক  শহিদ, ট্রাস্টি সদস্য হারুন উর রশিদ, এডঃ দেলোয়ার প্রমুখ।

এইসময় চক্ষুশিবির পরিদর্শন করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, উপজেলা জামায়াতের আমির কুতুবউদ্দিন, , বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন, চট্টগ্রাম দক্ষিন জেলার সদস্য সচিব  তৌহিদুল ইসলাম সাইদ, সদস্য  রাকিবুল হক হেলালী, স্টুডেন্ট এলায়েন্স ফর্ ডেমোক্রেসির আহবায়ক জমির উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির সৈয়দ মোহাম্মদ ইমরান, সিফাত হোসেন সহ স্থানীয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তাসু/চখ

এই বিভাগের আরও খবর