৪০০ নাবিক ও এমওডিসি নেবে নৌবাহিনী
বি-২০২৫ ব্যাচে ৪০০ জন নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। আবেদন করতে হবে অনলাইনে ১২ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে।
শাখা অনুসারে পদ
সবচেয়ে বেশিসংখ্যক জনবল নেওয়া হবে ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) পদে ২৮৫ জন। এ ছাড়া পেট্রলম্যান পদে ১২ জন, রাইটার ১৮, স্টোর ১৮, মেডিক্যাল ১০, কুক ২৫, স্টুয়ার্ড ১৩, টোপাস ১২ এবং এমওডিসি (নৌ) পদে ৭ জন নিয়োগ দেওয়া হবে।
পরীক্ষা পদ্ধতি
বানৌজা ঢাকা (খিলক্ষেত), বানৌজা তিতুমীর (খালিশপুর, খুলনা) এবং নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্রে (টাইগারপাস, চট্টগ্রাম) সব পদের বাছাই পরীক্ষা হবে। বাছাই পরীক্ষার দিন প্রার্থীর প্রয়োজনীয় সনদ ও অন্যান্য কাগজপত্র সঙ্গে রাখতে হবে। নির্ধারিত তারিখে সকাল ৮টার মধ্যে ভর্তি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রার্থী বাছাই করা হবে বেশ কিছু ধাপে।
প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। সাধারণত মাধ্যমিক পর্যায়ের বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার ওপর প্রশ্ন করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা
চূড়ান্তভাবে নির্বাচিতদের প্রশিক্ষণের জন্য ‘বানৌজা, শের-ই-বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালী’তে যোগ দিতে হবে।
প্রশিক্ষণকালীন সময়ের জন্য ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে সরকার নির্ধারিত স্কেল অনুসারে বেতন-ভাতা দেওয়া হবে। বিনামূল্যে ইউনিফর্ম, বাসস্থান, খাওয়া ও চিকিৎসা ও পারিবারিক রেশন সুবিধাও পাবেন নিয়োগপ্রাপ্তরা। চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন-কমিশন্ড অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশন্ড অফিসার হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া বিদেশে প্রশিক্ষণ, জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ, বীমা, সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসা ও আর্থিক সহায়তার সুযোগ রয়েছে।
চাকরি থেকে অবসর নেওয়ার অবসর ভাতা ও গ্র্যাচুইটিসহ আরো বেশ কিছু সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
শারীরিক যোগ্যতা
সব পদের প্রার্থীদের সাঁতার জানা আবশ্যক। সিম্যান শাখা ও এমওডিসি (নৌ) প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি। পেট্রলম্যান শাখার প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। অন্যান্য শাখার (কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিক্যাল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস) প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৪ ইঞ্চি। সব পদের ক্ষেত্রে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। সব পদের প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন—বয়স ও উচ্চতা অনুসারে এবং চোখের দৃষ্টি ৬/৬।
শিক্ষাগত যোগ্যতা
ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) এসএসসি (বিজ্ঞান)/মাদরাসা (বিজ্ঞান)/ ভোকেশনাল এবং জিপিএ ৫ পয়েন্টে ন্যূনতম জিপিএ ৩.৫০ বা তার বেশি পেয়ে পাস। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্তদের অগ্রাধিকার। পেট্রলম্যান, রাইটার, স্টোর শাখার জন্য ন্যূনতম এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল) এবং জিপিএ ৩.৫০ বা বেশিসহ পাস। মেডিক্যাল শাখার জন্য জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান এবং ন্যূনতম জিপিএ ৩.৫০ বা বেশি। কুক ও স্টুয়ার্ড ন্যূনতম এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল) এবং জিপিএ ২.৫০ বা বেশিসহ পাস। টোপাস শাখার জন্য অষ্টম বা সমমান পাস। এমওডিসি (নৌ) ন্যূনতম এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল) এবং জিপিএ ৩ বা বেশিসহ পাস।
বয়স ও অন্যান্য
১ জুলাই ২০২৫ তারিখ অনুযায়ী নাবিকের ক্ষেত্রে বয়স ১৭ থেকে ২০ বছর এবং এমওডিসি (নৌ)-এর ক্ষেত্রে ১৭ থেকে ২২ বছর। জন্মসূত্রে বাংলাদেশি (পুরুষ) ও অবিবাহিত (বিপত্নীক বা তালাকপ্রাপ্ত নয়) হতে হবে।
আবেদন লিংক
বিজ্ঞপ্তি ও দরকারি তথ্য নৌবাহিনীর ওয়েবসাইটে
জেএফআই/চখ