ইয়াবা জমির গ্রেপ্তার লোহাগাড়ায়
চট্টগ্রামের লোহাগাড়ায় মোহাম্মদ জমির প্রকাশ ইয়াবা জমির (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ সোমবার ভোরে উপজেলা সদরের বটতলী স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জমির উপজেলার চরম্বা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিবিরবিলা এলাকার নুরুল কবিরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জমির প্রকাশ ইয়াবা জমিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক, মারামারি ও পরিবেশ আইনে ৭টি মামলা রয়েছে।
লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, জমির প্রকাশ ইয়াবা জমিরকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
-চখ/আরএ
