chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় কৃষকলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্র আন্দোলনে হামলার পর নিজের গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে নিজেকে লুকিয়ে রাখেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান।

বুধবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ছাত্র আন্দোলনে হামলা মামলার এ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের আগের দিন উপজেলার কেরানীহাটে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি ছোড়েন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিনের গুলিবর্ষণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর এ ঘটনায় মামলা দায়ের করা হলে আসামি করা হয় কৃষক লীগ নেতা মাহফুজুর রহমানকেও। মামলার পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, গ্রেফতার কৃষক লীগ নেতা মাহফুজুর রহমানকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

 

চখ/মীম

এই বিভাগের আরও খবর